ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পঞ্চগড়ে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
পঞ্চগড়ে সরকারি সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময়

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ হাজার ৫৯২ জন সুবিধাভোগী নাগরিক অংশগ্রহণ করেন।

 

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঝলই শালশিরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন- বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, ভাইস চেয়ারম্যান মখলেছার রহমান জিল্লু, ঝলই শালশিরি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সংকর পদ দে, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান দাহির উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য ও ইউনিয়নের সুবিধাভোগী নারী পুরুষ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জানা গেছে, ইউনিয়নে ৯টি ওয়ার্ডে বয়স্ক ভাতা ৮৯১ জন, বিধবা ভাতা ৪২৭, মাতৃত্বকালীন ৭২, প্রতিবন্ধী ভাতা ২৭৮ জন, ভিজিএফ ১২০১ জন, ভিডব্লিউবি ভাতা ২৫৮ জন, খাদ্য বান্ধব কর্মসূচি ১১২৬ জন, টিসিবি ১২৬৯ জন ও ৪০ দিনের কর্মসূচি ভাতা ৭০ জনসহ মোট পাঁচ হাজার ৫৯২ জন ভাতা ও সুবিধাভোগী রয়েছেন।  

মতবিনিময় সভায় বক্তারা আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আগামীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে দেশ আরও উন্নত হওয়ার পাশাপাশি বয়স্ক ও বিধবা ভাতা ভোগীর সংখ্যা আরও বাড়বে বলেও জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।