ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্পারসোর চেয়ারম্যান হলেন প্রাথমিক ও গণশিক্ষার অতিরিক্ত সচিব রাশেদুল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
স্পারসোর চেয়ারম্যান হলেন প্রাথমিক ও গণশিক্ষার অতিরিক্ত সচিব রাশেদুল

ঢাকা: বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রাশেদুল ইসলাম।

বিসিএস প্রশাসন ক্যাডারের এ কর্মকর্তাকে নিয়োগ দিয়ে রোববার (১৫ অক্টোবর) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জাতীয় সংসদ সচিবালয়ে বদলির আদেশাদীন থাকা স্পারসোর চেয়ারম্যান মো. আব্দুস সামাদকে এখন স্বাস্থ্যসেবা বিভাগে পদায়ন করা হয়েছে।  

গত আগস্টে প্রতিবেশী দেশ ভারত সফল চন্দ্র অভিযানের পর বাংলাদেশের মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা উঠে। সংস্থার চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. আব্দুস সামাদের পড়াশোনা ছিল কৃষির ওপর। এ নিয়ে ব্যাপক সমালোচনা তৈরি হয়।
 
এছাড়া বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে বিসিএস প্রশাসন ক্যাডারের লোকবল দায়িত্বে থাকা নিয়েও সমালোচনা তৈরি হয়।  

বাংলাদেশ সময়: ০১১৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআইএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।