ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
সিদ্ধিরগঞ্জে সবজি বিক্রেতা হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জের সবজি বিক্রেতা হত্যা মামলার পলাতক আসামি মো. পাভেলকে (২৪) গ্রেপ্তার করে থানা পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) রাত ১০টায় তাকে গ্রেপ্তার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

 

পাভেল মিজমিজি ক্যানেলপাড় এলাকার জিসান আহমেদের ছেলে।

পুলিশ জানায়, সবজি বিক্রেতা আক্কাস সিকদার হত্যার সঙ্গে জড়িত ছিলেন পাভেল। মামলার প্রথম দুই আসামি গ্রেপ্তার হলেও পালিয়ে বেড়াচ্ছিল বাকিরা। গোপন সংবাদের মাধ্যমে মিজমিজি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, সবজি বিক্রেতা হত্যার পর দুজন গ্রেপ্তার হলেও বাকি দুজন পলাতক ছিলেন। পলাতক আসামি পাভেলকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আরেকজনকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে ১৯ সেপ্টেম্বর ছুরিকাঘাতে সবজি বিক্রেতা আক্কাস সিকদারকে হত্যা করা হয়েছিল। হত্যাকাণ্ডের একদিন পর আসামি জুবায়ের হোসেন ও মৃদুলকে গ্রেপ্তার করা হয়।

বাংলাদেশ সময়: ০৮৪৮ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।