ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় কার্টনে মিলল একদিনের নবজাতকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
ফতুল্লায় কার্টনে মিলল একদিনের নবজাতকের মরদেহ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় কাগজের কার্টনের ভেতর থেকে নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) দিনগত রাতে ফতুল্লার শান্তিধারা এলাকার সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম মিয়া বাংলানিউজকে জানান, শান্তিধারা এলাকায় অবস্থিত পিবিআই অফিসের বিপরীত দিকের সড়কের পাশে একদিন বয়সের নবজাতক ছেলে শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। কাগজের কার্টনের ভেতরে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের রিপোর্ট পেলে শিশুর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআরপি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।