ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শোবার ঘরে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
শোবার ঘরে মিলল দিনমজুরের অর্ধগলিত মরদেহ

বগুড়া: জেলার কাহালু উপজেলায় শোবার ঘর থেকে বাটুল মিয়া (৪০) নামে এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার মুরহইল ইউনিয়নের পোড়াপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাটুল মিয়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা গ্রামের আবু মণ্ডলের ছেলে। তিনি পেশায় দিনমজুরের কাজ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত বাটুল মিয়া প্রায় দুই বছর আগে পোড়াপাড়া গ্রামে এসে টিন দিয়ে বাড়ি করে সেখানে বসবাস শুরু করেন। নিহতের স্ত্রী বগুড়া শহরে গৃহকর্মীর কাজ করায় বেশিরভাগ সময় তিনি একাই থাকতেন বাড়িটিতে। এদিকে গত শুক্রবার (১৩ অক্টোবর) বাটুলের সঙ্গে শেষ কথা হয় স্থানীয়দের। এরপর সোমবার দুপুরে দুর্গন্ধ বের হতে থাকলে পাশের বাড়ির মানুষ তার শোবার ঘরে তাকে মৃত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে বাটুল মিয়ার মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাটুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যেতে পারেন। মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।