ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভারতের শিপিং মন্ত্রীর সঙ্গে খালিদ মাহমুদ চৌধুরীর সাক্ষাৎ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ভারতের শিপিং মন্ত্রীর সঙ্গে খালিদ মাহমুদ চৌধুরীর সাক্ষাৎ

ঢাকা: ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত "গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সমিট-২০২৩" এ অংশ নিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ৷ 
মঙ্গলবার (১৭ অক্টোবর) এ গ্লোবাল মেরিটাইম ইন্ডিয়া সমিটে অংশগ্রহণের সময় খালিদ মাহমুদ চৌধুরী ভারতের পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েজ মন্ত্রণালয়ের মন্ত্রী সর্বানন্দ সনোয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তারা শুভেচ্ছা বিনিময় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।

নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া ভারতের পোর্ট, শিপিং অ্যান্ড ওয়াটার ওয়েজ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এবং শ্রীলঙ্কার বন্দর, শিপিং ও বিমান চলাচল মন্ত্রী নিমাল সিরিপালা ডি সিলভার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসকে/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।