ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মোহাম্মদপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৪

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
মোহাম্মদপুরে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৪

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ ৪ মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (তেজগাঁও) বিভাগ।

গ্রেফতার আসামিরা হলেন- মো. নুরু মিয়া, মিজানুর রহমান, মো. আব্দুর রহমান ও মো. শওকত আলী।

অভিযানে তাদের কাছ থেকে ২০০ বোতল ফেনসিডিল ও ৪টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

বুধবার (১৮ অক্টোবর) দুপুরে ডিএমপির গোয়েন্দা (তেজগাঁও) বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে মোহাম্মদপুরের গজনবী রোড এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।  

এডিসি আনিচ উদ্দীন জানান, মোহাম্মদপুরের গজনবী রোডের রেসিডেনসিয়াল স্কুল এন্ড কলেজের দক্ষিণ পার্শ্বে কয়েকজন মাদক কারবারি ফেন্সিডিল বিক্রির উদ্দেশ্যে ট্রাকসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক নিয়ে পালানোর সময় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ট্রাকটি তল্লাশি করে ২০০ বেতল ফেনসিডিল উদ্ধার করা হয়।  

তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতার আসামিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রি করতো বলে স্বীকার করেছে।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এসজেএ/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।