ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফাঁকা কাঁচপুর ব্রিজে উল্টে গেল গাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
ফাঁকা কাঁচপুর ব্রিজে উল্টে গেল গাড়ি

নারায়ণগঞ্জ: ফাঁকা কাঁচপুর ব্রিজে জোরে চালাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছে একটি প্রাইভেট কার। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুধু গাড়িটি উল্টে গেছে।

বুধবার (১৮ অক্টোবর) দুপুর আড়াইটায় কাঁচপুর ব্রিজে ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায়। চালক সামান্য আঘাত পেয়েছেন। তিনি সম্পূর্ণ সুস্থ।

শিমরাইল ট্রাফিক পরিদর্শক (টিআই) শরফুদ্দিন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে লেগে উল্টে যায়। এতে গাড়িটি আঘাতপ্রাপ্ত হলেও চালক রক্ষা পান। গাড়িটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৩
এমআরপি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।