ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে বক্সার সুরকৃষ্ণ চাকমাকে সংবর্ধনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
রাঙামাটিতে বক্সার সুরকৃষ্ণ চাকমাকে সংবর্ধনা

রাঙামাটি: এবিএফ ইন্টারকন্টিনেন্টাল সুপার লাইটওয়েট-২০২৩ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ায় বক্সার সুরকৃষ্ণ চাকমাকে রাঙামাটিতে সংবর্ধনা করা হয়েছে।  

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে জেলা প্রশাসনের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

 

অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান বলেন, ইন্টারন্যাশনাল খেলোয়াড় আমাদের জেলায় আছে, এটা আমাদের গর্ব। সুরকৃষ্ণ চাকমার মাধ্যমে আমাদের দেশকে সারাবিশ্ব চিনবে, এটাই প্রত্যাশা।

সুরকৃষ্ণ চাকমা বলেন, এক সময় বক্সার হিসেবে ক্যারিয়ার গড়ার কোনো সুযোগ ছিল না। তা জেনেও আমি লেগেছিলাম। আজ সাফল্য পেলাম। আমি দেশের হয়ে খেলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হতে চাই।

জেলা প্রশাসনের পক্ষ থেকে সুরকৃষ্ণ চাকমাকে নগদ ১০ হাজার টাকা, শুভেচ্ছা পত্র এবং সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার শাহ এমরান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, নাসরিন সুলতানাসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।