ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ষাটোর্ধ্ব নারীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
ঝালকাঠিতে ষাটোর্ধ্ব নারীকে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির শেখেরহাটের শিরযুগ গ্রামে সিঁধ কেটে ঘরে ঢুকে হোসনে আরা নুরী নামে ষাটোর্ধ্ব এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।  

বুধবার (১৮ অক্টোবর) রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটে।

 

নিহত নুরী ওই গ্রামের মৃত জাহাঙ্গীর হোসেনের স্ত্রী।  

পুলিশ জানায়, বুধবার রাতে সিঁধ কেটে ঘরে ঢুকে নুরীকে কুপিয়ে হত্যা করা হয়। প্রতিবেশীরা সকালে খোলা দরজা দিয়ে নুরীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়। নুরীর দুই ছেলে-মেয়ে, তাদের মধ্যে মিলন চাকরির সুবাদে চট্টগ্রামে এবং মেয়ে মলি স্বামীর সঙ্গে ঝালকাঠি শহরে বসবাস করেন। তাই বাড়িতে নুরী একাই থাকতেন।  

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহিতুল ইসলাম জানান, চোরকে চিনে ফেলায় নুরীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।