ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুলশান লেকে মিলল যুবকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
গুলশান লেকে মিলল যুবকের মরদেহ গুলশান লেক: ফাইল ফটো

ঢাকা: রাজধানীর গুলশান বারিধারা লেক থেকে খন্দকার মোর্শেদ জাবের নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি পরিবারের সঙ্গে বারিধারা পার্ক রোড এলাকায় থাকতেন।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব হোসেন।

তিনি জানান, দুপুরের দিকে লেকের পরিচ্ছন্ন কর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে জাবেরের মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, পরিবারের সঙ্গে বারিধারা পার্ক রোড এলাকায় থাকতেন জাবের। ভোর সাড়ে ৪টার দিকে তিনি বাসা থেকে বেরিয়ে যান। পরে তার কোনো সংবাদ না পেয়ে সকালের দিকে তার বাবা খন্দকার রাশেদুল হাসান থানায় যাচ্ছিলেন জিডি করার জন্য। এরই মধ্যে গুলশান লেক থেকে মরদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন তিনি।

বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জাবের আত্মহত্যা করতে পারেন।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।