ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখতে সৈয়দপুরে জাইকার প্রতিনিধি দল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দেখতে সৈয়দপুরে জাইকার প্রতিনিধি দল

নীলফামারী: নিজেদের অর্থায়নে বাস্তবায়নাধীন নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাজারীহাট উপ-স্বাস্থ্যকেন্দ্র ও হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের ওয়াশব্লকসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেছে আন্তর্জাতিক দাতা সংস্থা জাইকার প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে সৈয়দপুর উপজলার নির্মিত বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন প্রতিনিধিরা।

 

প্রতিনিধিদলে ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাংলাদেশ অফিসের রিপ্রেজেনটেটিভ মিস মিনামি ক্রোরোকামি, কান্ট্রি অফিসার মিস্টার নাকা কোটারো, ডেপুটি প্রোগ্রাম অফিসার মিস সানজিদা হক ও  উপজেলা গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্টের ডেপুটি টিম লিডার মো. আজিজার রহমান সিদ্দিকী।  

এছাড়া সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান, ভাইস চেয়ারম্যান আজমল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আলেমুল বাসার, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, গভর্ন্যান্স ডেভেলপমেন্ট প্রজেক্টের উপজেলা ফ্যাসিলিটেটর মো. আইয়ুব আলী, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. লুৎফর রহমান চৌধুরী, কাশিরাম বেল পুকুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লানচু হাসান চৌধুরী, ইউপি সদস্য মো. নুরন্নবী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নজুসহ অনেকে এসময় উপস্থিত ছিলেন।  

স্থানীয় সরকার বিভাগের আওতায় পরিচালিত উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় হাজারীহাট উপজেলা উপ-স্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণ করা হয়েছে।  

এর চুক্তিমূল্য ৫৪ লাখ ৭৯ হাজার ৮০৭.৮৭৫ টাকা। উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কারিগরি তত্ত্বাবধানে ভবনের নির্মাণ কাজটি বাস্তবায়ন করে সৈয়দপুরের মেসার্স সায়েম এন্টারপ্রাইজ ও রাফাত এন্টারপ্রাইজ।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।