ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় জব্দ হলো ২৩ হাজার মিটার জাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় জব্দ হলো ২৩ হাজার মিটার জাল

ঝালকাঠি: ঝালকাঠির সুগন্ধা ও বিশখালী নদীতে মা ইলিশ রক্ষার অভিযান পরিচালনা করে ২৪ ঘণ্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) থেকে শুক্রবার (২০ অক্টোবর) পর্যন্ত পরিচালনা করা জেলা মৎস্য কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার যৌথ এ অভিযানে সঙ্গে ছিল ঝালকাঠি থানা পুলিশের একটি টিম।

জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন, আমরা মা ইলিশ রক্ষার অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৩ হাজার মিটার জাল ও ১১ কেজি মা ইলিশ জব্দ করেছি। আমাদের অভিযানের টের পেয়ে জাল ফেলে জেলেরা পালিয়ে গেছেন। এ জন্য জেলেদের কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত এসব জালের মূল্য প্রায় ৪ লাখ ৬০ হাজার টাকা এবং তা জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। এছাড়া জব্দ করা মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে।

তিনি আরও বলেন, মা ইলিশ রক্ষায় আমরা ২৪ ঘণ্টা নদীতে অভিযান পরিচালনা করছি। আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।