ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
কাপ্তাই হ্রদে ডুবে কিশোরের মৃত্যু প্রতীকী ছবি

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে মো. নুর আলম (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।  

শনিবার (২১ অক্টোবর) বিকেলে কাপ্তাই উপজেলায় বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের (বিএফআইডিসি) টিলা এলাকায় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নুর আলম কাপ্তাই নতুন বাজার ওই এলাকার মো. হানিফের ছেলে।

জানা গেছে, ঘটনার দিন কিশোর নুর আলম দুপুরে তার বাড়ির সংলগ্ন বিএফআইডিসি ঘাটে গোসল করতে নেমে ডুবে যায়। এরপর স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর একই স্থান থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শাহীনুর রহমান (পরিদর্শক) বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।