মাদারীপুর: মাদারীপুরের শিবচরে পদ্মা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ১০ হাজার মিটার ইলিশ ধরার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে শিবচর উপজেলা মৎস্য অফিস।
শনিবার (২১ অক্টোবর) সকাল থেকে রাত পর্যন্ত পদ্মানদীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে এ জাল জব্দ করা হয়।
জানা গেছে, ইলিশ রক্ষায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে মৎস্য অফিস ও নৌপুলিশে টিম শনিবার ভোর থেকে রাত পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালায়। এসময় মাছ ধরার বিপুল পরিমাণ জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় এবং জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।
শিবচর উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস ইবনে রহিম জানান, শনিবার সকাল থেকে রাত পর্যন্ত টানা অভিযানে এক লাখ ১০ হাজার মিটার জাল জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ০৯২১ ঘণ্টা, অক্টোবর ২২, ২০২৩
এসএম