ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দুর্ঘটনার ৭ ঘণ্টা পরে ভৈরবে শুরু হয় ট্রেন চলাচল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
দুর্ঘটনার ৭ ঘণ্টা পরে ভৈরবে শুরু হয় ট্রেন চলাচল

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ দুর্ঘটনার ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের ভৈরবসহ এ রেল রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) রাত ১১টার দিকে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

রেলওয়ের পূর্বাঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত পৌনে ১১টায় কালনী এক্সপ্রেস ভৈরব স্টেশন ছেড়ে সিলেটের পথে রওনা হয়েছে। অন্যান্য ট্রেনও এখন চলাচল করবে।

এদিকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে গিয়ে যাত্রীবাহী ট্রেনের উল্টে যাওয়া বগি সরাতে কাজ করছে। উদ্ধারকারী ট্রেন আসার পর কনটেইনারবাহী ট্রেনটি চট্টগ্রামের দিকে ছেড়ে যায়।

এর আগে ট্রেন দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম, সিলেট ও কিশোরগঞ্জের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পাশে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি ট্রেন।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব জংশনের কাছাকাছি গাইনাহাটি এলাকায় যাত্রীবাহী এগারোসিন্ধুর গোধূলী ট্রেনের সঙ্গে মালবাহী (কনটেইনারবাহী) একটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষ হয়। এতে অন্তত ১৭ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।