ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ

গাজীপুর: বেতন-ভাত বাড়ানোর দাবিতে আজও গাজীপুরের কোনাবাড়ী এলাকায় বিক্ষোভ করেছেন শ্রমিকরা। এক পর্যায়ে কিছু সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখেন তারা।

পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মৌচাক ও কোনাবাড়ী এলাকায়সহ বিভিন্ন স্থানে জড়ো হয়ে বিক্ষোভ করেন পোশাক কারখানার শ্রমিকরা।  

পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, সবজিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে বৃদ্ধি কারণে বেতন বাড়ানোর দাবি করে আসছেন শ্রমিকরা। একই দাবিতে গতকাল সোমবারও বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ করেন তারা।  

মঙ্গলবারও তারা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।  

এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।

পোশাক শ্রমিক সাবিনা আক্তার বলেন, অপারেটর পদে চাকরি করি। বেতন ১০ হাজার ২০০ টাকা। দ্রব্যমূল্যের অতিরিক্ত দামের কারণে এই বেতনে সংসার চলে না। কারখানা কর্তৃপক্ষকে বেতন বাড়ানোর কথা বললে তারা বেতন বাড়াচ্ছেন না। অথচ বাজারে কিছু কিনতে গেলে ৮০ টাকার নিচে কেনা যায় না। মাসে বাসা ভাড়া সাড়ে তিন হাজার টাকা দিতে হয়। বাকি টাকা দিয়ে সংসার চালাবো কীভাবে তাই বাধ্য হয়ে আন্দোলন করতে এসেছি।

রত্না আক্তার নামে কারখানার শ্রমিক জানান, যে টাকা বেতন পাই তা দিয়ে ১৫ দিনও সংসার চলে না। ঘর ভাড়া, ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ, চিকিৎসার খরচ, রিকশা ভাড়া ও খাওয়া-দাওয়া খরচ হয় না। সব কিছুর দাম অতিরিক্ত। আমাদের খেয়ে বাঁচতে হবে। এই বেতনে তিনবেলা খেতেই পাচ্ছি না।  

বেতন না বাড়ালে আন্দোলন ছাড়া কোনো উপায় নেই বলেও জানান তিনি।  

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-কোনাবাড়ী জোন) মো. আসাদুজ্জামান জানান, বিভিন্ন কারখানার শ্রমিকরা কোনাবাড়ী এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩ 
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।