ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রতিপক্ষের হামলায় আহত আব্বাস আলী (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার বেড়ী পটল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আব্বাস আলী ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে।

পুলিশ জানায়, মোবাইল ফোন বিক্রির পাওনা দুই হাজার টাকার জন্য সদর থানার কাকুয়া ইউনিয়নের পোলী গ্রামের নুরুর ছেলে সোহেল ও তার জামাতা আব্দুল মমিন মঙ্গলবার দুপুরে আব্বাসের বাড়িতে যান। টাকা না দেওয়ায় কথা কাটাকাটির একপর্যায়ে তারা আব্বাসকে চাপাতি দিয়ে কোপান। এসময় আব্বাসের বড় ভাই আক্তার হোসেন (২৮) ঠেকাতে গেলে তাকেও পিটিয়ে পা ভেঙে দেন তারা। পরে আহত দুজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। আর মাথায় সেলাই করিয়ে আব্বাসকে বাড়ি নেওয়া হয়। পরে বুধবার বাড়িতেই আব্বাসের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাইমুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৪৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।