ঢাকা, বৃহস্পতিবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২১ নভেম্বর ২০২৪, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাথরঘাটায় আগুনে ২৫ দোকান পুড়ে ছাই

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
পাথরঘাটায় আগুনে ২৫ দোকান পুড়ে ছাই

পাথরঘাটা (বরগুনা): বরগুনার পাথরঘাটায় আগুন লেগে অন্তত ২৫ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার চরদুয়ানী বাজারে এ ঘটনা ঘটে। বিদ্যুতের খুঁটি থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

চরদুয়ানী ইউনিয়নের চেয়ারম্যান আবদুর রহমান জুয়েল বলেন, বিকেল ৩টার দিকে হঠাৎ চরদুয়ানী বাজারে আগুন লাগে। তাৎক্ষণিক পাথরঘাটা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও মুদি, কাপড়, মোবাইল, কসমেটিকসহ ২৫টি দোকান পুড়ে যায়। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।