ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
নিখোঁজের ৫ দিন পর মিলল শ্রমিকের মরদেহ

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় নিখোঁজের পাঁচদিন পর আব্দুল মান্নান (৩৮) নামে এক চাতাল শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ভোরের দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া এলাকায় একটি চাতালের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান ওই গ্রামের মৃত মোবারক হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়িতে ঝগড়া হওয়ায় গত ২১ অক্টোবর থেকে মান্নান নিখোঁজ ছিলেন। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা একটি চাতালের ওপর মান্নানের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার শাহা জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে৷

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।