ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সফর সম্পন্ন করলেন সিডার মহাপরিচালক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
বাংলাদেশ সফর সম্পন্ন করলেন সিডার মহাপরিচালক

ঢাকা: ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো-অপারেশন এজেন্সির (সিডা) মহাপরিচালক ড. জ্যাকব গ্রানিট বাংলাদেশে তার চার দিনের সফর শেষ করেছেন। সফরকালে সিডার সিনিয়র সদস্যদের পাশাপাশি সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা তার সঙ্গে ছিলেন।

 

মঙ্গলবার (২৫ জানুয়ারি) ঢাকার সুইডিশ দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিডার মহাপরিচালকের নেতৃত্বে প্রতিনিধিদল ২১ থেকে ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ সফর করে। সফরকালে প্রতিনিধিদলটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ বিভিন্ন প্রতিনিধিদের সঙ্গে গঠনমূলক বৈঠক করেন।

বৈঠকগুলোতে প্রতিনিধিদলের জন্য অন্তর্বর্তী সরকারের সংস্কার এবং সামগ্রিক মানবিক সহায়তা হ্রাসের মুখে রোহিঙ্গা পরিস্থিতির প্রতি অব্যাহত সমর্থন প্রকাশ করার সুযোগ হিসাবে কাজ করেছিল। সিডার মহাপরিচালক গণতন্ত্র, মানবাধিকার, আইনের শাসন এবং লিঙ্গ সমতা, জলবায়ু অভিযোজন, পরিবেশ সুরক্ষা, স্বাস্থ্য অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ উন্নয়ন ক্ষেত্রগুলোতে সিডার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন।

সিডার মহাপরিচালক ও প্রতিনিধিদল সুশীল সমাজ, যুব, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন অংশীদার, বেসরকারি কোম্পানি এবং অন্যান্য অনেক অংশীজনের সঙ্গে বাংলাদেশের সংস্কার, অন্যান্য উন্নয়ন অগ্রাধিকার, ভবিষ্যতের সুযোগ ও চ্যালেঞ্জ সম্পর্কে তাদের মতামত জানার সুযোগ পেয়েছিলেন।

এছাড়াও প্রতিনিধিদলটি বাংলাদেশে ইউরোপীয় প্রতিনিধিদল, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বৈঠক করে অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি, বাণিজ্য-বিনিয়োগের অগ্রাধিকার, বেসরকারি খাত থেকে সম্পদ, প্রযুক্তি এবং অর্থায়নে সরকারি ও উন্নয়ন তহবিল ব্যবহার করার উপায় নিয়ে আলোচনা করে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।