ঢাকা: প্রধান দুই রাজনৈতিক দলসহ অন্যান্য দলের রাজনৈতিক কর্মসূচির কারণে আগামী ২৮ অক্টোবর পোস্টমাস্টার জেনারেল ঢাকার আওতাধীন ১১৩টি পদের নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সরকারের এক তথ্য বিবরণীতে এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, পোস্টমাস্টার জেনারেল ঢাকার আওতাধীন ১৫ থেকে ২০তম গ্রেডের ৮ ক্যাটাগরির ১১৩টি পদের আগামী ২৮ অক্টোবরের অনুষ্ঠেয় নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২৩
এমআইএইচ/আরবি