ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

জাতীয়

সাভারে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
সাভারে বিএনপির ৭ নেতাকর্মী গ্রেপ্তার প্রতীকী ছবি

সাভার (ঢাকা): ঢাকার সাভার ও আশুলিয়া থেকে বিএনপির সাত নেতাকর্মীকে আগের বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ অক্টোবর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহ ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।

এর আগে, বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাতের বিভিন্ন সময় সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র শাহ বাংলানিউজকে বলেন, বিভিন্ন মামলায় বিএনপির  পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা সবাই বিভিন্ন মামলায় অভিযুক্ত, এটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ।

অপরদিকে আশুলিয়া থানার ওসি মো. কামরুজ্জামান বলেন, থানায় দুই বিএনপি নেতাকর্মী আটক আছেন। তাদের বিরুদ্ধে মামলা আছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এসএফ/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ