নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট আওয়ামী লীগের কার্যালয় এলাকায় বাড়তি নজরদারি ও তল্লাশি বাড়িয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
এ পথে নারায়ণগঞ্জের পাশাপাশি মুন্সিগঞ্জের মানুষও ঢাকায় যাতায়াত করেন।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যা থেকে এ পথে কঠোরভাবে তল্লাশি করতে দেখা যায় র্যাব সদস্যদের।
জানা যায়, আগামী শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় বিএনপির মহাসমাবেশ ও আওয়ামী লীগ শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে। এর মধ্যে জামায়াতে ইসলামীও ঘোষণা দিয়েছে ঢাকায় সমাবেশ করবে। এ ছাড়া বিভিন্ন দল যারা যুগপৎ আন্দোলনে রয়েছে তারাও এদিন ঢাকার বিভিন্ন পয়েন্টে সমাবেশ করবে। এসব সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় প্রবেশের নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জের গুরুত্বপূর্ণ এ সড়কে যাতায়াত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। সড়কগুলোতে ঢাকা প্রবেশে কোনো বাধা না থাকলেও সকাল থেকে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি নজরদারি।
এ বিষয়ে র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, র্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন ধরনের নাশকতা ও রাজনৈতিক বিশৃঙ্খলাজনিত ঘটনা রোধকল্পে র্যাবের এসব চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৩
এমআরপি/আরবি