ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আমিনবাজার হাসপাতাল যখন ‘জিজ্ঞাসাবাদ কেন্দ্র’! 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আমিনবাজার হাসপাতাল যখন ‘জিজ্ঞাসাবাদ কেন্দ্র’! 

সাভার (ঢাকা): রাজধানীতে দেশের বৃহৎ দুই দল- আওয়ামী লীগ ও বিএনপির মহাসমাবেশকে ঘিরে সড়ক থেকে সন্দেহভাজন যাত্রীদের ধরে ধরে জিজ্ঞাসাবাদের জন্য আমিনবাজার ২০ শয্যা হাসপাতালে নেওয়া হয়েছে প্রায় অর্ধশতাধিক মানুষ। এদের ভেতরে বিএনপির কেউ থাকতে পারে বলে জানিয়েছে পুলিশ।

 

শনিবার (২৮ অক্টোবর) সকাল ৭টা থেকে চেকপোস্টে আটক করে তাদের হাসপাতালে রাখা হয়েছে।  

এদিকে হাসপাতালটির কার্যক্রম কিছুটা চলতে দেখা গেছে।   বেলা সাড়ে ১০ টার দিকে কিছু সংখ্যা রোগী প্রবেশ করতে দেখা গেছে। তবে তা তুলনামুলক কম।

দেখা গেছে, পুলিশ ও সাদা পোশাকের গোয়েন্দা কর্মকর্তারা চেকপোস্ট থেকে অনেককে ধরে ধরে হাসপাতালের ভেতরে নিয়ে যাচ্ছেন। পরে সেখানে তাদের সঙ্গে পুলিশ সদস্যের কথা বলতেও দেখা গেছে।  

সকাল সাড়ে নয়টার দিকে সাভার মডেল থানার প্রিজন ভ্যানে করে কয়েক জনকে নিয়ে যেতে দেখা যায়।  

হাসপাতালে কোনো রোগী আসতে দেখা যায়নি। তবে হাসপাতালটি আজ খোলা রয়েছে বলে জানিয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সায়েমুল হুদা। তিনি বলেন, আমাদের হাসপাতালে আজ খোলা রয়েছে। চিকিৎসক ও স্টাফরাও সেখানে রয়েছেন।  

এ বিষয়ে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, ট্রাফিক ও অপস) আব্দুল্লা হিল কাফি বাংলানিউজকে বলেন, সাভারের আশুলিয়া, বিরুলিয়া ও আমিবাজারে আমাদের চেকপোস্ট কার্যক্রম চলমান রয়েছে। এই চেকপোস্টে সন্দেহভাজনদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩ 
এসএফ/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।