ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সমাবেশ শেষ, আরামবাগ ছাড়ছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
সমাবেশ শেষ, আরামবাগ ছাড়ছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা

ঢাকা: পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সমাবেশ শেষে দলে দলে আরামবাগ ত্যাগ করছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা।

শনিবার (২৮ অক্টোবর) দলের নির্দেশে শাহজানপুর, কমলাপুর হয়ে বিশ্বরোড দিয়ে নেতাকর্মীদের বেরিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়।

দুপুর ২টা থেকে শুরু হয়ে বিকেল সাড়ে ৩টা নাগাদ সমাবেশ শেষ হয়।

এদিকে, সমাবেশ থেকে নতুন করে কোনো কর্মসূচির ঘোষণা দেয়নি দলটি। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিবিরকর্মী বাংলানিউজকে বলেন, আমরা রাজপথ ছাড়ছি না। কেন্দ্রীয় সিদ্ধান্ত যা আসবে, আমরা সেই মোতাবেক কাজ করব।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এমকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।