চাঁপাইনবাবগঞ্জ: পিস্তল, ম্যাগজিন, এক রাউন্ড গুলি এবং গান পাউডারসহ একজনকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি)।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সালাম মেম্বারপাড়া এলাকায় অভিযান চালিয়ে একই এলাকার মনিরুল ইসলামকে (৫০) অস্ত্র ও গোলাবারুদসহ আটক করে।
অভিযানের সময় অপর আসামি একই এলাকার মনিরুল ইসলামের ছেলে খায়রুল ইসলাম (২২) পালিয়ে যায়।
শনিবার সকালে এক প্রেস ব্রিফিং করে অধিনায়ক নাহিদ হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিজেপির একটি টহল দল জহরপুরটেক সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে পিস্তল, ১ রাউন্ড গুলি, ম্যাগজিন ও ৭ কেজি ৪৫০ গ্রাম গান পাউডারসহ মনিরুলকে আটক করে। যার আনুমানিক মূল্য ৮ লাখ ৪৫ হাজার ২০০ টাকা।
তিনি আরও জানান, পিস্তল, গুলি, ম্যাগজিন ও গান পাউডারসহ আটক ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
আরএ