ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

রূপসী বাংলা ট্রেনে কেটে যুবকের মৃত্যু

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৫
রূপসী বাংলা ট্রেনে কেটে যুবকের মৃত্যু

বেনাপোল (যশোর): বেনাপোলে ঢাকা টু বেনাপোল অন্তঃনগর ট্রেন রূপসী বাংলায় কাটা পড়ে লাভলু হোসেন (৪০) নামে একজন নিহত হয়েছেন।  

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বেনাপোল পোর্ট থানাধীন আমড়াখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাভলু হোসেন সাতক্ষীরা জেলার রইচপুর এলাকার মৃত আসলাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী রূপসী বাংলা ট্রেনটি আমড়াখালি এলাকায় পৌঁছালে ট্রেনলাইনের উপর শুয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বেনাপোল রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।