ঢাকা: বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের মহাসমাবেশ ঘিরে সংঘর্ষে আহত হওয়া পুলিশ সদস্যদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় ঢামেক যান তিনি।
এ সময় সংঘর্ষের নিহত হওয়া পুলিশ সদস্য মো. আমিরুল ইসলাম পারভেজের মরদেহের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন ও স্বজনদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি আহতদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ও ডিএমপি কমিশনার জনাব হাবিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এসআইএ