ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দিন শেষে শান্ত পল্টনে চলছে ক্রিকেট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
দিন শেষে শান্ত পল্টনে চলছে ক্রিকেট

ঢাকা: দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত আওয়ামী লীগ-পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের পর এখন শান্ত পল্টন মোড়। শনিবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে এলাকাটি ছিল আলোআঁধারিতে ঘেরা।

স্বল্প আলোয় এ সময় কিশোরদের দেখা গেছে ক্রিকেট খেলতে।

এর আগে দিনভর বাংলানিউজ টিম ওই এলাকায় সংবাদ সংগ্রহের কাজ করছিল। স্টাফ করেসপন্ডেন্ট নিশাত বিজয় পর্যবেক্ষণ করছিলেন সংঘর্ষস্থল প্রধান বিচারপতি বাসভবনের মোড়ে সংঘর্ষের সূত্রপাত।

তিনি জানান, ডিএমপি কার্যালয় থেকে কাকরাইল অভিমুখী রাস্তা দিয়ে আসার সময় আওয়ামী লীগ কর্মীদের বহনকারী পাঁচটি পিকাআপ ও বাসে হামলা করে বিএনপির নেতাকর্মীরা। এরপরই গাজীপুর মহানগর আওয়ামী লীগকে বহন করে আসা বাসেও হামলা হয়।

এরপর বিএনপির কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় কাকরাইল। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে মোতায়েন করা হয় বিজিবি।

তিন পক্ষের সংঘর্ষে নিহত হন এক পুলিশ সদস্য ও এক যুবদল নেতা। আহত হন প্রায় দেড়শজন। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীদের চিহ্নিত করা হচ্ছে। যারা সরকারি স্থাপনায় হামলা চালিয়েছে, গাড়ি পুড়িয়েছে- তাদের ছাড় দেওয়া হবে না।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২৩
এনবি/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।