ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, অক্টোবর ২৯, ২০২৩
ঢাকা-আরিচা মহাসড়কে বাসে আগুন

মানিকগঞ্জ: জেলার ঢাকা-আরিচা মহাসড়কের তরা নামক স্থানে স্বপ্ন পরিবহনে যাত্রী সেজে উঠে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পুরে গেছে বাসটি।

তবে কেউ হতাহত হননি।

রোববার (২৯ অক্টোবর) সকাল পৌনে ৯টার দিকে বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু।  

তিনি বাংলানিউজকে বলেন, যাত্রী বেশে স্বপ্ন পরিবহনের একটি বাসে ওঠেন দুর্বৃত্তরা। পরে যাত্রী নেমে গেলে তারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান। হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ তদন্ত করছে। দ্রুতই দোষীদের আইনের আওতায় আনা হবে।

এদিকে রোববার সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদসহ যুগপৎ আন্দোলনে থাকা দলগুলো বিএনপির হরতালে সমর্থন দিয়েছে। জামায়াতে ইসলামীও একইদিন সারা দেশে সকাল–সন্ধ্যা হরতাল ডেকেছে।

শনিবারও দেশে বিভিন্ন যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রোববার সকালে রাজধানীর বায়তুল মোকাররমের সামনে একটি বাসে আগুন দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।