নারায়ণগঞ্জ: জেলায় হরতালের সমর্থনে বের হওয়া বিএনপির মিছিল থেকে বাস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
রোববার (২৯ অক্টোবর) পৌনে ১১টায় শহরের চাষাঢ়া রামকৃষ্ণ মিশনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌনে ১১টার দিকে রামকৃষ্ণ মিশনের পাশের গলি থেকে হরতালের সমর্থনে মহানগর বিএনপির একটি মিছিল বের হয়। মিছিল থেকে উৎসব পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১০-৬৬০৭) থামিয়ে যাত্রী নামিয়ে ভাঙচুর করা হয় এবং চলতে নিষেধ করা হয়। এ সময় বাসের চালক তর্ক করলে বাসে অগ্নিসংযোগ করে বিএনপি কর্মীরা। এতে বাসের ছয়টি সিট আগুনে ভস্মীভূত হয়।
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু জানান, আমাদের শান্তিপূর্ণ মিছিল শেষে আমরা চলে আসার পর অজ্ঞাতরা আগুন দেয়। আমরা শুধু বাসটি চলতে নিষেধ করেছি। কথা না শোনার স্থানীয় মানুষ হরতালের পক্ষে বাসে ঢিল ছুঁড়েছে।
বাসের চালক নিয়াজুল জানান, আমি বাস চালিয়ে আসার সময়ে যাত্রীরা হরতালের মিছিল দেখে নেমে যেতে যেতেই আমার বাসে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে হরতালকারীরা। এ সময় বাসে আগুন ধরিয়ে দিলে ছয়টি সিট পুড়ে যায়। এ সময় স্থানীয়রা আগুন নেভায়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান জানান, সকাল থেকে বিভিন্ন স্থানে তারা (বিএনপির নেতাকর্মীরা) নাশকতার চেষ্টা করছে। এখন বাসে আগুন দিয়েছে। আমরা দ্রুত সেখানে যেতে যেতে আমাদের দেখে দৌড়ে বিএনপির নেতাকর্মীরা পালিয়ে যায়। স্থানীয়রা বাসের আগুন নিয়ন্ত্রণে এনেছে।
বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমআরপি/এসআইএ