ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ছাত্রদল নেতা গ্রেপ্তার, খবর পেয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
ছাত্রদল নেতা গ্রেপ্তার, খবর পেয়ে স্ট্রোকে বাবার মৃত্যু

সাতক্ষীরা: ঢাকায় বিএনপির মহাসমাবেশে যাওয়ার পথে ছেলে গ্রেপ্তার হওয়ার খবর শুনে স্ট্রোকে মৃত্যু হলো বাবা মো. লুৎফর রহমানের।

শনিবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

মো. লুৎফর রহমান সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাইয়ুমের বাবা।

পারিবারিক সূত্র জানায়, আব্দুল্লাহ আল কাইয়ুম বিএনপির মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাওয়ার পথে ২৭ অক্টোবর সন্ধ্যায় যাত্রাবাড়ী থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এই খবর পাওয়ার পরে বাবা লুৎফর রহমান স্ট্রোকে আক্রান্ত হন। তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে ২৭ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

লুৎফর রহমানের বড় ছেলে সাইফুল ইসলাম বলেন, আব্বু আগে থেকেই অসুস্থ ছিলেন। এ দিন হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

শ্যামনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আশেক ইলাহী মুন্না বলেন, ঢাকায় বিএনপির সমাবেশে যাওয়ার সময় আব্দুল্লাহ আল কাইয়ুমকে পুলিশ আটক করে। এ খবর শোনার পরে তা বাবা অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।