ঢাকা, বুধবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে মিছিল-পিকেটিং নেই, বাস-লঞ্চে যাত্রী কম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
বরিশালে মিছিল-পিকেটিং নেই, বাস-লঞ্চে যাত্রী কম

বরিশাল: বিএনপি-জামায়াতসহ অন্যান্য দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে বাস-লঞ্চ চলাচলে কেউ বাধা দেয়নি। যাত্রী কম বলে বাস চলাচল কম।

লঞ্চেও একই অবস্থা।  

রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে নগর ও জেলার কোথায় বিএনপি বা জামায়াতের মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি।  

বরিশাল নদী বন্দর থেকে জেলার আভ্যন্তরীণ ও জেলার বাইরের বিভিন্ন রুটে লঞ্চ চলাচল করছে। তবে স্বাভাবিক দিনের চেয়ে যাত্রী কম বলে জানিয়েছেন বরিশাল থেকে ভোলাগামী সোহাগী-১ লঞ্চের মাস্টার নয়ন।  

তিনি বলেন, দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীর সংখ্যা কম। তবে অফিস সময়ে যাত্রী ছিল।  

এদিকে বরিশাল নগরের রুপাতলী বাস টার্মিনাল থেকে আভ্যন্তরীণ রুটে বাস চলতে দেখা গেছে। কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে যাত্রী সংখ্যা কম থাকায় দেরিতে এবং কম বাস ছাড়া হচ্ছে। সকালে আভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ থাকলেও কাউন্টারগেুলো খোলা ছিল।  

বিআরটিসির বাসগুলো স্বাভাবিক সময়ে ছাড়ছে। অন্যান্য যানবাহন চলাচল করলেও সংখ্যায় কম।  

এদিকে বেলা বাড়ার সথে সাথে দোকানপাট খুলতে শুরু করার পাশাপাশি স্কুল-কলেজ, ব্যাংক, অফিস-আদালত যথানিয়মে শুরু হয়েছে।

হরতাল উপলক্ষে নগরে বাড়তি পুলিশ মোতায়েন আছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েনের পাশাপাশি সড়ক-মহাসড়ক ধরে র‌্যাব-পুলিশের টহল অব্যাহত রয়েছে।  

সকাল সাড়ে ৯টায় কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) বিপ্লব মিস্ত্রি জানান, সকাল থেকে এ পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়নি। সবকিছু নজরদারির মধ্যে আছে।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
এমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।