ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাসে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
গাজীপুরে বাসে আগুন

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে থেমে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।  

সোমবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে  ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে ওই বাসে আগুন দাওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবু সিদ্দিক জানান, ভাওয়াল বদরে আলম সরকারী কলেজের সামনে যানজটে থেমে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে অগ্নিসংযোগ করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভায়। আগুনে বাসের কিছু অংশ পড়ে যায়। তবে রাতের অন্ধকার কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা,অক্টোবর ৩০,২০২৩
আরএস/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।