ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
ডাসারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অবৈধ স্থাপনা উচ্ছেদ

মাদারীপুর জেলার ডাসারে সরকারি খাস জমিতে স্থানীয় প্রভাবশালী মহলের নির্মাণাধীন বেশ কিছু অবৈধ স্থাপনা (দোকানঘর) উচ্ছেদ করেছেন উপজেলা প্রশাসন।  

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়।

জানা গেছে, ডাসারের বালিগ্রাম এলাকার ভাঙ্গাব্রিজ সংলগ্ন সড়কের পাশে সরকারি জমি দখল করে ওই এলাকার জাফর তালুকদার, জমির তালুকদার, পলাশ মাতুব্বর, ফজলু তালুকদার, চান মিয়া মাতুব্বর ও আফজাল তালুকদারসহ বেশ কিছু স্থানীয় প্রভাবশালী মিলে প্রায় ১০টি দোকান ঘর নির্মাণ করেন। পরে ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল আরেফীনের নেতৃত্বে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে।

ডাসার ইউএনও সাইফ-উল আরেফীন বলেন, ‘সরকারি জমিতে অবৈধভাবে তোলা প্রায় ১০টি দোকান ভেঙে দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হবে। ’ 

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।