সিলেট: হরতালে সংঘর্ষ, ভাঙচুর ও পুলিশ আক্রান্তের ঘটনায় সিলেটের ৮টি থানায় ৯টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় এজাহার নামীয় ও অজ্ঞাত ৯০৯ জনকে আসামি করা হয়েছে।
এরমধ্যে মেট্রোপলিটন এলাকার চারটি থানায় দায়ের করা ৫টি মামলায় এজাহার নামীয় বিএনপির ৬৯ নেতাকর্মী এবং অজ্ঞাত ৪৭০ জনকে আসামি করা হয়েছে। আর জেলার চারটি থানায় নাশকতার অভিযোগে দায়েরকৃত ৪ মামলায় এজাহার নামীয় ৭০ নেতাকর্মী এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ ও জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার এসব তথ্য নিশ্চিত করেছেন।
উপ কমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ জানান, রোববার হরতাল চলাকালে পুলিশের ওপর হামলা, গাড়ি ভাংচুর, সড়ক অবরোধের ঘটনায় ওইদিন রাতেই মামলাগুলো দায়ের করা হয়েছে।
তিনি বলেন, মেট্রোপলিটন এলাকার কোতোয়ালি থানায় পুলিশ আক্রান্তের ঘটনা ও গাড়ি ভাঙচুরের ২টি মামলা, এসএমপির জালালাবাদ থানায় পুলিশ আক্রান্তের ১টি, এয়ারপোর্ট থানায় গাড়ি ভাঙচুরের আরেকটি এবং দক্ষিণ সুরমা থানায় নাশকতার অভিযোগে ১টি মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরের বন কলাপাড়ায় সমাজ সেবা কর্মকর্তার সরকারি গাড়ি ভাঙচুরের অভিযোগে ওই কর্মকর্তা বাদি হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। সুবিদবাজার এলাকায় মোটর সাইকেল ভাঙচুরের অভিযোগে জাকির নামে এক ছাত্রলীগ কর্মী বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। একই থানার জিন্দাবাজারের সিটি সেন্টার-কাজী ইলিয়াছের সংঘর্ষে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করে। এছাড়া শহরতলীর তেমুখি এলাকায় গাড়ি ভাঙচুর ও পুলিশ আক্রান্তের ঘটনায় জালালাবাদ থানায় ১টি, তেতলি এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে গাছ ফেলে, টায়ারে আগুন দিয়ে বিক্ষোভের ঘটনায় দক্ষিণ সুরমা থানায় পৃথক আরেকটি মামলা করা হয়। এসব ঘটনায় ৯ নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া রোববার হরতালকারীদের ছত্রভঙ্গ করতে নগরের বিভিন্ন এলাকায় ১৮০ রাউন্ড শর্টগানের গুলি, একটি টিয়ারগ্যাস ও ১৫টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। দায়িত্ব পালনকালে ১০ পুলিশ সদস্য আহত হন।
সিলেট জেলার সহকারি পুলিশ সুপার (মিডিয়া) সম্রাট তালুকদার বলেন, রোববার বিএনপি-জামায়াতের ডাকা হরতাল চলাকালে নাশকতার অভিযোগে জেলার জৈন্তাপুর, গোয়াইনঘাট, জকিগঞ্জ ও গোলাপগঞ্জ থানায় একটি করে ৪টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় এজাহার নামীয় ৭০ জন এবং অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছে। আর গ্রেফতার দেখানো হয়েছে ৭ জনকে।
গত শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর রোববার (২৯ অক্টোবর) সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিকে মহাসমাবেশে হট্টগোল চলার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে হরতালের ঘোষণা দেন। এরই ধারাবাহিকতায় সিলেটে হরতালে উত্তাপ ছড়ায়।
বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৩
এনইউ/এমএম