ফেনী: ফেনীতে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৭২ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) কর্মসূচির প্রথম দিনে যান চলাচল ও ট্রেন চলাচল অনেকটাই স্বাভাবিক।
অবরোধে বিএনপিকে রাস্তায় দেখা না গেলেও সকাল ৭টার দিকে শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কের এফ রহমান এসি মার্কেট এলাকা থেকে ঝটিকা মিছিল করে জামায়াত।
এদিকে, সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন পরিবহন চলতে দেখা গেছে। তবে শহরের মহিপাল থেকে দূরপাল্লার কোনো যান চলাচল দেখতে পাওয়া যায়নি। ফেনী রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায় ট্রেন চলাচল স্বাভাবিক। সকাল ৯টার দিকে চট্টগ্রাম থেকে আসা পাহাড়িকা এক্সপ্রেস ফেনী রেলওয়ে স্টেশন অতিক্রম করেছে। এছাড়া সুবর্ণা ও মেঘনা ট্রেনও অতিক্রম করেছে।
শহরের ট্রাংক রোড, মহিপাল, শান্তি কোম্পানি রোডসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন দেখা গেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিজিবি টহল করতে দেখা গেছে। সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ফেনী পুলিশ সুপার জাকির হাসান জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে রয়েছে অতিরিক্ত পুলিশ। টহলে রয়েছে বিজিবি ও র্যাব।
বাংলাদেশ সময়: ১১৫১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএইচডি/এসআইএ