ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

অবরোধে বান্দরবান থেকে ছাড়েনি দূরপাল্লার বাস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
অবরোধে বান্দরবান থেকে ছাড়েনি দূরপাল্লার বাস

বান্দরবান: বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথম দিনে বান্দরবানের সঙ্গে সারা দেশের সব ধরনের বাস সার্ভিস বন্ধ রয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকে বান্দরবান বাস টার্মিনাল থেকে কোনো বাস ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়নি।

অন্যদিকে বাইরে থেকে কোনো বাস জেলা সদরে প্রবেশ করেনি।  

অবরোধের কারণে জেলার প্রতিটি বাস কাউন্টার বন্ধ রয়েছে। আর বাস বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। জেলা সদরের পাশাপাশি ৭টি উপজেলা থেকে বাস বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে রয়েছে সড়ক পথ।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়ায় আতংক নিয়ে থ্রি-হুইলারে ভেঙে ভেঙে গন্তব্যে যাচ্ছেন অনেকে।  

কেরানীহাট থেকে থ্রি-হুইলারে বান্দরবানে আসা মো. করিম বলেন, বাস চলাচল বন্ধ থাকায় থ্রি-হুইলারে ভেঙে ভেঙে দিগুণ ভাড়ায় বান্দরবান এসেছি। সড়কে বাস নেই আর সবার মাঝে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে।

বান্দরবান-চট্টগ্রাম সড়কে চলাচলরত পূর্বাণী চেয়ার কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুব্রত দাশ ঝুন্টু জানান, অবরোধের কারণে সকাল থেকে বান্দরবানের দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ রয়েছে।

এদিকে অবরোধকে কেন্দ্র করে বিএনপি কিংবা জামায়াতের নেতাকর্মীদের সড়কে কোথাও পিকেটিং করতে দেখা যায়নি।  

যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়ন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। সড়কে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে পুলিশ, র‌্যাব ও বিজিবির টহল দল।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।