ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে দেহরক্ষীর ‘মিস ফায়ারে’ ওসি আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সিলেটে দেহরক্ষীর ‘মিস ফায়ারে’ ওসি আহত

সিলেট: বিএনপি-জামায়াতের অবরোধ চলাকালে দেহরক্ষীর (গানম্যান) শটগানের ‘মিস ফায়ারে’ আহত হয়েছেন সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা। তবে তার আঘাত গুরুতর নয়।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে সিলেটের দক্ষিণ সুরমার সিলেট-ঢাকা মহাসড়কের সাতমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এ দিন সকাল থেকে দক্ষিণ সুরমার ঢাকা-সিলেট মহাসড়কে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে সাতমাইল এলাকায় বিএনপির অবরোধ কর্মসূচি সমর্থনকারীরা যানবাহন আটকে ভাঙচুর করার খবর পেয়ে সেখানে যান ওসি শামসুদ্দোহা।

এ সময় ধাওয়া করতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের শটগান থেকে অসাবধানতাবশত ‘মিস ফায়ার’ হয়। এতে ওসি শামসুদ্দোহার হাতে কিছুটা জখম হয়। তবে তার জখম গুরুতর নয়। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, মিস ফায়ারে ওসি সামান্য আহত হয়েছেন। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এখন সুস্থ আছেন এবং দায়িত্ব পালন করছেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।