ফেনী: জেলা সদর উপজেলা পরিষদের দায়িত্ব পালন করেছে ফেনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ফাতিহা জান্নাত। তবে তা স্থায়ী নয়, এক ঘণ্টার জন্য প্রতীকী উপজেলা চেয়ারম্যান।
নারীর ক্ষমতায়ন উদ্বুদ্ধকরণে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও এনসিটিএফ ফেনীর আয়োজনে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে ফেনীতে গার্লস টেকওভার অনুষ্ঠিত হয়েছে।
টেকওভারের মাধ্যমে ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল থেকে প্রতীকী দায়িত্ব নিয়ে এক ঘণ্টার প্রতীকী উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছে ফেনী জেলা এনসিটিএফ যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এক সময় মানুষের ধারণা ছিল, নারীরা শুধু বাড়ির আঙিনায় থাকবে, রান্না করবে, স্বামীর খেদমত বা ছেলেমেয়েদের বড় করে তুলবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই ভুল ভেঙে দিয়েছেন। আজকে আমরা ২০৪১ সালের মধ্যে সম্ভাবনাময় একটি উন্নত বাংলাদেশের কথা ভাবছি। সেটি কি নারীদের বাদ দিয়ে ভাবা যায়। আজকের এ শিশুরাই আগামীর উন্নত বাংলাদেশের নেতৃত্বে দেবে।
প্রতীকী দায়িত্ব নিয়ে এনসিটিএফ যুগ্ম সাধারণ সম্পাদক ফাতিহা জান্নাত বলে, প্রতীকী হলেও এটি জীবনের অনেক বড় পাওয়া। দেশে কন্যাশিশুরা এখন পিছিয়ে নেই। এ প্রতীকী দায়িত্ব আমাকে জীবনে এগিয়ে যেতে অনুপ্রেরণা দেবে। বিশেষ করে দেশের জন্য কাজ করতে উৎসাহিত করবে।
সে বলে, প্রতীকী দায়িত্ব ছাড়া ভবিষ্যতে যদি বাস্তবিক উপজেলা চেয়ারম্যান হতে পারি শিশুদের অধিকার রক্ষায়, অসহায় মানুষের পাশা দাঁড়ানো, বাল্যবিয়ে প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা, সোনাগাজী উপজেলার উপকূলের শিশুদের সুযোগ-সুবিধা নিশ্চিতসহ মানুষের কল্যাণের জন্য কাজ করব। এ সময় শিশু অধিকার রক্ষায় বিভিন্ন পরামর্শ উপস্থাপন করে এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যান।
ইয়েস বাংলাদেশের ফেনী জেলা স্বেচ্ছাসেবক মোস্তাফিজুর রহমান মুরাদের সঞ্চালনায় এনসিটিএফ ফেনীর কার্যকরী কমিটির সদস্য ও সাধারণ সদস্যরা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএইচডি/এএটি