ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
মাদারীপুরে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত

মাদারীপুর: মাদারীপুরে ইজিবাইকে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত হয়েছেন। এসময় ইজিবাইকে থাকা আরও তিনজন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার মঠের বাজার এলাকার মাদারীপুর-শরিয়তপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।  

নিহতরা হলেন- সদর উপজেলার মঠের বাজার এলাকার মহাদেব দেবনাথ (৬৫) ও তার ছেলে মিঠুন দেবনাথ (১৬)।

আহতরা হলেন- আবুল হাওলাদার (৩৭) ও আলাওল ফকির( ৩২) ও শফিক (২৪)।  

জানা গেছে, সদর উপজেলার কোর্টের মোড় থেকে একটি ইজিবাইকে করে খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার যাচ্ছিলেন বাবা-ছেলে। তাদের বহনকারী ইজিবাইকটি মঠের বাজার আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ইজিবাইকে থাকা মহাদেব দেবনাথ ও তার ছেলে মিঠুন দেবনাথ ঘটনাস্থলই নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন যাত্রী। এসময় ট্রাকসহ চালককে আটক করে স্থানীয়রা। পরে পুলিশ এসে চালককে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এইচ এম সালাউদ্দিন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।