গাইবান্ধা: সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের প্রথম দিন থেকেই গাইবান্ধায় আঞ্চলিক ও দূরপাল্লার বাস চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে।
বাধ্য হয়ে কাভার্ড ভ্যান-অ্যাম্বুলেন্স চলাচল করছে অবরোধে আটকে পড়া নিরুপায় মানুষ।
তবে সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইকসহ রিকশা-ভ্যান চলাচল স্বাভাবিক ছিল। সেই সঙ্গে জরুরি পণ্যবাহী ট্রাকসহ বিভিন্ন কোরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।
দূরপাল্লার বাস বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরুনো মানুষ। তাদেরই একজন আব্দুর রহমান (৩৮)। বাড়ি গাইবান্ধা শহরে। সিলেটে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন তিনি। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে বাড়ি ফিরতে গিয়ে অবরোধের কবলে পড়ে পরিবারটি।
আব্দুর রহমান জানান, জরুরি প্রয়োজনে পরিবার নিয়ে শ্যামলী পরিবহনের একটি বাসে সিলেট থেকে বাড়ি ফিরছিলাম। সকাল ৭টায় বাসটি বগুড়ায় পৌঁছে। এরপর অবরোধের কবলে পড়ি। কোনো উপায় না পেয়ে দীর্ঘক্ষণ অপেক্ষার পর কাভার্ড ভ্যানে দুপুর আড়াইটার দিকে কয়েকগুণ বেশি ভাড়ায় জেলার প্রবেশমুখ পলাশবাড়ীতে পৌঁছি।
এর আগে পলাশবাড়ী চৌমাথা মোড়ে কথা হয় কুমিল্লা থেকে বাড়ি ফেরা মোখলেছার রহমান ও হৃদয় মিয়ার সাথে। জীবিকার স্থল কুমিল্লা থেকে নিজ বাড়ি রংপুরে ফিরছিলেন তারা। পথে অবরোধের কবলে পড়ে ইজিবাইক-অটোরিকশায় ভেঙে-ভেঙে বাড়ি ফিরছেন তারা।
অবরোধে আটকে পড়া অনেককে কৌশলে অ্যাম্বুলেন্সে করেও বাড়ি ফিরতে দেখা যায়।
এদিকে, গাইবান্ধা-পলাশবাড়ী সড়কেরও একই চিত্র। অফিস-আদালতসহ জরুরি প্রয়োজনে ইজিবাইক-অটোরিকশাই ভরসা ছিল যাত্রীদের।
অপরদিকে, অবরোধে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের তৎপরতা ছিল না বললেই চলে। সকালে গাইবান্ধা সদরে তুলসীঘাট বাজার এলাকায় পিকেটিং করে জেলা জাতীয়তাবাদী মহিলা দল।
এতে নেতৃত্ব দেন জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা মৌসুমি তমা ও যুগ্ম সাধারণ সম্পাদিকা সুলতানা খন্দকার মনি।
এছাড়া দুপুরে পলাশবাড়ী সদরের জুনদহ এলাকায় মহাসড়কে মিছিল বের করার চেষ্টা করে অবরোধকারীরা। এসময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
অন্যদিকে, অবরোধে যে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।
গাইবান্ধা পুলিশ সুপার কামাল হোসেন জানান, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সবর্দা সজাগ রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিকেল ৩টা পর্যন্ত জেলার কোথাও কোন বিশৃঙ্খলা হয়নি।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
নিউজ ডেস্ক