ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে কে বা কারা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
সিরাজগঞ্জে গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে কে বা কারা

সিরাজগঞ্জ: রায়গঞ্জ উপজেলায় একটি গম বোঝাই ট্রাকে আগুন দিয়েছে কে বা কারা। এ ঘটনায় কেউ হতাহত না হলেও গমসহ পুড়ে গেছে পুরো ট্রাক।

মঙ্গলবার (৩১ অক্টোবর) রাত নয়টার দিকে বগুড়া-নগরবাড়ী মহাসড়কে উপজেলার ষোল মাইল তবারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আশিকুর রহমান জানান, ঢাকা থেকে নওগাঁগামী একটি গম বোঝাই ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে কে বা কারা এতে আগুন দিয়ে পালিয়ে যায়।   গমসহ পুরো ট্রাক পুড়ে গেছে।   আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম রাত ১০টার দিকে জানান, তারা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছেন। পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৩৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।