ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

জাতীয়

শাহজাহানপুর থানার ওসিকে বদলি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
শাহজাহানপুর থানার ওসিকে বদলি

ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে শাহজাহানপুর থানার ওসি মো. হাফিজুর রহমানকে ডেভেলপমেন্ট বিভাগে, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহাকে শাহজাহানপুর থানার ওসি ও মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে একই থানার পরিদর্শক (তদন্ত) হিসেবে বদলি করা হয়েছে।

একইদিন পৃথক আরেক আদেশে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের পরিদর্শক সিরাজুল ইসলাম খাঁনকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগে ও মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পরিদর্শক মো. শফিকুল ইসলামকে গোয়েন্দা-গুলশান বিভাগে বদলি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পিএম/এমজে

 
 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।