মাদারীপুর: মাদারীপুরে সাপের ছোবলে জলিল মাতুব্বর (৪৯) নামের এক ব্যক্তি মারা গেছেন।
মঙ্গলবার (৩১ অক্টোবর) রাতে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জলিল মাতুব্বর উপজেলার মস্তফাপুর ইউনিয়নের পশ্চিম মস্তফাপুর গ্রামের সেকান আলী মাতুব্বরের ছেলে। তিনি পেশায় একজন কৃষক।
জানা গেছে, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে নিজ বাড়ির আঙ্গিনায় কাজ করছিলেন তিনি। এমন সময় একটি সাপ তার হাটুর ওপর ছোবল দেয়। পরে স্বজনেরা দ্রুত তাকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
নিহত জলিল মাতুব্বরের মেয়ে আয়না বেগম বলেন, চিকিৎসা শুরুর পরই আমার বাবা মারা যায়।
মাদারীপুর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাহিন বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি করে ফেলেছিল। ফলে শরীরে বিষয় ছড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম মো. সালাউদ্দিন আহমেদ জানান, সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যুর সংবাদ পেয়েছি। তবে এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২০৩
এসএম