ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ শাবান ১৪৪৬

জাতীয়

বিদ্যুৎ ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
বিদ্যুৎ ভবনের বেজমেন্টে অগ্নিকাণ্ড ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর নবাব আব্দুল গণি রোডে সচিবালয়ের পাশে বিদ্যুৎ ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। তবে আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই সেটি নিভিয়ে ফেলা হয়েছে।

বুধবার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে এই আগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে যায়। অবশ্য তার আগেই আগুন নিভে যায়।

বিদ্যুৎ ভবনে কর্মরতরা জানান, ভবনের বেজমেন্টের সাব স্টেশনের পাশে সিঁড়ির নিচে আগুন লাগে। সঙ্গে সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীরা অগ্নিনির্বাপণ যন্ত্র দিয়ে সেটি নিভিয়ে ফেলেন। এতে জানমালের ক্ষতি না হলেও ভবনের একাংশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিদ্দিক বাজার স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, বিকাল ৩টা ৪২ মিনিটে আমরা খবর পাই। বিকাল ৩টা ৫০ মিনিটে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। তার আগেই ভবনের লোকজন আগুন নিভিয়ে ফেলে। আমরা ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছি। কোনো ধরনের সমস্যা নেই।

আগুন লাগার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ভবনের বেজমেন্টের সাব স্টেশনের পাশে সিঁড়ির নিচে আগুন লেগেছে। সেখানে ময়লা আবর্জনা ও সিগারেটের প্যাকেট পাওয়া গেছে। ধারণা করছি অসতর্কতাবশত সিগারেটের আগুন থেকে এই ঘটনা ঘটেছে।

কোনো ধরনের নাশকতা হতে পারে কি না জানতে চাইলে দেওয়ান মোহাম্মদ রাজিব বলেন, কোনো ধরনের নাশকতা মনে হয়নি।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এজেডএস/এসসি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।