ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

অবরোধের ২৭ ঘণ্টায় ১৬ স্থানে অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
অবরোধের ২৭ ঘণ্টায় ১৬ স্থানে অগ্নিসংযোগ: ফায়ার সার্ভিস

ঢাকা: বিএনপি ও জামাত শিবিরের ডাকা চলমান অবরোধের দ্বিতীয় দিন আজ। গতকাল মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বুধবার (০১ নভেম্বর) সকাল পর্যন্ত সারা দেশে অন্তত ১৬টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, মঙ্গলবার সকাল ৬টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত উচ্ছৃঙ্খল জনতার হাতে মোট ১৬টি স্থানে অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা সিটিতে চারটি, ঢাকা বিভাগে ছয়টি, চট্টগ্রাম বিভাগে তিনটি ও রাজশাহী বিভাগে তিনটি ঘটনা ঘটেছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নয়টি বাস, দুইটি কাভার্ডভ্যান, দুইটি ট্রাক, একটি পিকআপভ্যান, দুইটি বাণিজ্যিক পণ্যের শো রুম ও একটি পুলিশ বক্স পুড়ে যায়।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এজেডএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।