ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

পৌনে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
পৌনে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু ফাইল ফটো

ময়মনসিংহ: প্রায় পৌনে দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ময়মনসিংহ নগরীর সুতিয়াখালী এলাকায় বিকল হয়ে গেলে এ রুটে রেল যোগাযোগ বন্ধ ছিল।

বুধবার (১ নভেম্বর) বেলা পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটে।  

ময়মনসিংহ রেল স্টেশন মাস্টার মো. নাজমুল হক খান বিকেল সাড়ে ৩টার দিকে এই রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। এতে ট্রেন যাত্রীদের চলাচলে সৃষ্ট বিড়ম্বনা কেটে গেছে বলেও জানান তিনি।

একই তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ের লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, বিকল ইঞ্জিন মেরামত হওয়া পর্যন্ত এই রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এখন ঢাকা-ময়মনসিংহ পথে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

** ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।