ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ইলিশ ধরায় চাঁদপুরে ৪ জেলের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০২৩
ইলিশ ধরায় চাঁদপুরে ৪ জেলের কারাদণ্ড

চাঁদপুর: নিষেধাজ্ঞা অমান্য করে চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় চার জেলেকে সাতদিন করে করাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ আর এম জাহিদ হাসান।

অভিযানে অংশগ্রহণকারী চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, সকাল ৭টা থেকে ১১টা পর্যন্ত সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানে ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে চারজন জেলেকে আটক করা হয়। একই সময় জব্দ করা হয় ১০ হাজার মিটার কারেন্ট জাল, ৪৫ কেজি ইলিশ ও একটি মাছ ধরার কাঠের নৌকা।

তিনি আরও জানান, আটক জেলেদের কারাদণ্ড দেওয়ার পরে কারাগারে পাঠানো হয়। জব্দকৃত জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দ ৪৫ কেজি ইলিশ স্থানীয় এতিমখানা, গরিব ও দুস্থ ব্যক্তিদের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। অভিযানে নৌ-পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ২১১৩ ঘণ্টা, নভেম্বর ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।